textile lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে তালিকাভুক্ত ৪৪টি কোম্পানিটি রয়েছে।  এর মধ্যে ৯টি বা ২০.৪৫ শতাংশ কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্যের নিচে রয়েছে। এসব কোম্পানির শেয়ার নিয়ে বিনিয়োগকারীরা দু:চিন্তায় দিন কাটাচ্ছেন।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন বলেন, এসব কোম্পানি পুঁজিবাজার থেকে টাকা নিয়ে দায়সারা ভাব হয়ে গেছে। এসব কোম্পানিতে বিনিয়োগ করে আদৌ বিনিয়োগকারীরা মুল পুঁজি পাবেন কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।  এছাড়া বর্তমানে ৯ কোম্পানি ফেস ভ্যালুর নিচে । ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

c @texঅভিহিত মূল্যের নিচে অবস্থান করা কোম্পানিগুলো হল- সিঅ্যান্ডএ টেক্সটাইল, ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন, ফেমিলিটেক্স, জেনারেশন নেক্সট ফ্যাশন, ম্যাকসন্স স্পিনিং মিলস, মেটো স্পিনিং ও সোনারগাঁও টেক্সটাইল।

c@tex 2অভিহিত মূল্যের নিচে থাকা কোম্পানিগুলোর মধ্যে বুধবারের (১ জুন) লেনদেন শেষে সিঅ্যান্ডএ টেক্সটাইলের শেয়ার দর ৯ টাকায় অবস্থান করছে।

dhaka diydhaka diy 2এছাড়া ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর ৯.৭ টাকায়, ডেল্টা স্পিনার্সের ৮.৩ টাকায়, দুলামিয়া কটনের ৬.৯ টাকায়, ফেমিলিটেক্সের ৯.১ টাকায়, জেনারেশন নেক্সট ফ্যাশনের ৭.৮ টাকায়, ম্যাকসন্স স্পিনিং মিলসের ৭.২ টাকায়, মেটো স্পিনিং এর ৮.১ টাকায় ও সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৭.৯ টাকায় অবস্থান করছে।

stayle craftবস্ত্রখাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দরে অবস্থান করছে স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ার। এ কোম্পানির শেয়ার দর রয়েছে ১০৬৯.৫ টাকায়। আর সবচেয়ে কম ৬.৯ টাকায় রয়েছে দুলামিয়া কটনের শেয়ার।

এদিকে ১৩ টাকার নিচে ১১.৯ টাকায় ড্রাগণ সোয়েটার অ্যান্ড স্পিনিং এর শেয়ার দর অবস্থান করছে। এছাড়া ১২.৭ টাকায় সাফকো স্পিনিং ও ১০.৬ টাকায় তুং হাই নিটিং এর শেয়ার দর রয়েছে।