holted lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় ২ কোম্পানির শেয়ার বিক্রেতা শুন্য হয়েছে। কোম্পানিগুলো হলো- জিএইচপি ইস্পাত এবং ইউনাইটেড এয়ার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দুপুর ১২টায় দিকে জিএইচপি ইস্পাত ও ইউনাইটেড এয়ারের শেয়ার ক্রয় করতে দেখা দিলেও বিক্রয় কোন দেখা মিলেনি। এ সময়ে জিএইচপি ইস্পাতের ৭ লাখ ৯০ হাজার ৮০৭টি শেয়ার ৫০৯ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ২ কোটি ৩৯ লাখ ২৭ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ৩০.৮০ টাকায়।

আলোচিত সময়ে ইউনাইটেড এয়ারের ১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৯৯০টি শেয়ার মাত্র ৩ হাজার ৪৯ বার লেনদেন হয়। যার বাজার মূল্য ১০ কোটি ৬৭ লাখ ৪৩ হাজার টাকা। কোম্পানির সর্বশেষ শেয়ার লেনদেন হয় ৬.১০ টাকায়।