তাল্লু স্পিনিং দরপতনের পেছনে কারন কি!
শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং লিমিটেড কোম্পানিটির শেয়ারের দর কোন কারন ছাড়াই সপ্তাহজুড়ে দরপতনের শীর্ষে ছিল। আলোচিত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১১ দশমিক ১৮ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। কোম্পানিটির গড়ে প্রতিদিন ১ কোটি ২৯ লাখ ৩৪ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৬ কোটি ৪৬ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এদিকে তাল্লু স্পিনিং মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ার প্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। তৃতীয় প্রান্তিক শেষে (জুলাই ‘১৫- মার্চ ‘১৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৬৬ টাকা যা আগের বছরের একই সময়ে লোকসান ছিল ০.১৫ টাকা। গত তিন মাসে (জানুয়ারি’-মার্চ’১৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৪৩ টাকা। আগের বছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ০.০৮ টাকা।
এদিকে কোন কারন ছাড়াই এ শেয়ারের দরপতনে বিনিয়োগকারীদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। গত সপ্তাহ বাজারে সুচকের উর্ধ্বমুখী প্রবনতা থাকলে এর প্রভাব নেই তাল্লু স্পিনিং কোম্পানিতে। বরং দরপতন ঘটছে। ফলে এ কোম্পানির বিনিয়োগকারীরা কিছুটা দু:চিন্তা গ্রস্ত। আবার অনেকেই বলেছেন, সামনে মনে হয় কোম্পানি ডিভিডেন্ড ঘোষনা করবে। ভাল ডিভিডেন্ড না আসার প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে এ কোম্পানির বিনিয়োগকারীরা কিছুটা দোটায় রয়েছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার ডিএসইতে এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৫ টাকা ১০ পয়সা। বুধবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয়েছিল ১৪ টাকা ৪০ পয়সা। ‘এ’ ক্যাটাগরি ভুক্ত হয়ে ১৯৯০ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছিল।
বর্তমান বাজারে এ কোম্পানিটির ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৩০ দশমিক ৬২ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ২৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫২ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে।