summit alliance portশেয়ারবার্তা ২৪ ডটকম, ডাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সেবা খাতের কোম্পানি সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হয়েছে। আগামী ২৮ মে এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রোয়ানুর কারণে এজিএম স্থগিত করা হয়েছে। শেয়ারহোল্ডারদের উপস্থিতির কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পর্ষদ। এর পুরোটাই বোনাস। এর জন্য কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ঠিক করা হয়েছিল ২১ মে। আর রেকর্ড তারিখ ছিল ২১ মার্চ।

এদিকে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি, ১৬-মার্চ, ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৮ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ২৫ পয়সা।