Deshprothikhon-adv

১১ মিটার কুয়ো থেকে ৩ বছরের শিশু উদ্ধার (ভিডিওসহ)

0

kuyaশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ৯০ মিটার গভীর একটি কুয়ো থেকে ৩ বছরের একটি শিশুকে উদ্ধার করেছে চীনা দমকল বাহিনী। গভীর দক্ষতায় শিশুটিকে জীবিত উদ্ধার করে দমকল কর্মীরা। ফলে কার্যত মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে শিশু।

ঘটনাটি চিনের। শিশুর পরিবারের তরফে জানা গেছে, খেলতে খেলতেই পা হড়কে গভীর ওই কুয়োয় পড়ে যায় ওই শিশু। কুয়োয় পড়ে প্রায় ১১ মিটার নীচে একটি জায়গায় গিয়ে সে আটকে যায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় দমকলে।

তারপর প্রায় ২ ঘণ্টার চেষ্টায় ওই শিশুকে গর্তের মধ্যে থেকে বের করে আনা হয়। জানা গেছে, ঘটনার আকস্মিকতায় প্রচণ্ড ভয় পেয়ে গেলেও আপাতত সুস্থ আছে শিশুটি। গোটা ঘটনাটিই ধরা পড়েছে ভিডিওয়। দেখুন সেই ভিডিওটি-

Leave A Reply