শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে আজ সপ্তাহের শেষ কার্র্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারের। এদিন কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৪৬ শতাংশ। বুধবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বৃহস্পতিবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এ দর বৃদ্ধি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বুধবার তসরিফা ইন্ডাস্ট্রিজের শেয়ারের সমাপনী মূল্য ছিল ১৪.৮ টাকা। বৃহস্পতিবার দিন শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য গিয়ে দাঁড়িয়েছে ১৬.২ টাকায়। দিনের মধ্যে কোম্পানিটির শেয়ারের দরসীমা ছিল ১৫.২ টাকা থেকে ১৬.২ টাকা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা অপর ইস্যুগুলোর মধ্যে— মন্নু সিরামিকসের ৬ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.৪৫ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৭ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.৮০ শতাংশ,
বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪.৬৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৪.৬২ শতাংশ, সপ্তম আইসিবি মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.৫৫ শতাংশ, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.২৯ শতাংশ দর বেড়েছে। দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।