শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪০ পয়সা। যা গত বছরের একই সময়ে ছিল ১৮ পয়সা। সেই হিসাবে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা ১২২ দশমিক ২২ শতাংশ।
কোম্পানির প্রথম প্রান্তিকে (জানুয়ারি, ১৬-মার্চ, ১৬) এই ইপিএস হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪ টাকা ৬৮ পয়সা। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১৫ টাকা ২ পয়সা।