potibodonশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিগুলো হলো: ফাস ফাইন্যান্স, সেন্টাল ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, বঙ্গজ, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং।

ফাস ফাইন্যান্স: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী ১৪মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ফাস ফাইন্যান্সের বোর্ড সভা ১৪ মে, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। সভায় ব্যাংকের ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত হিসাব বছরের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

এদিকে এ সভায় ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের প্রতিবেদনও প্রকাশ করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। উল্লেখ্য, ২০০৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি গত বছর শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

সেন্টাল ইন্স্যুরেন্স: তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি সেন্টাল ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ বোর্ড সভার তারিখ ঘোষনা করেছে। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী আগামী ১১ মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১১ মে বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে সেন্টাল ইন্স্যুরেন্সের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

রূপালী ইন্স্যুরেন্স: বোর্ড সভার তারিখ ঘোষনা করেছে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি রূপালী ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১২ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে রুপালী ইন্স্যুরেন্সের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

প্রাইম ইন্স্যুরেন্স: প্রথম প্রান্তিকের (জুলাই১৫-মার্চ১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে তালিকাভূক্ত বীমা খাতের কোম্পানি প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির আয় আগের তুলনায় কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩১ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.২৯ টাকা। সে হিসেবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০২ টাকা। এছাড়া আলোচিত সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৭.৭৩ টাকা এবং শেয়ার প্রতি কার্যকরি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.৮১ টাকা। যা আগের বছর একই সময় এনএভি ছিল ১৭.৪১ টাকা এবং এনওসিএফপিএস ছিল ১.১৭ টাকা (নেগেটিভ)।ন্টারন্যাশনাল লিজিংয়ের বোর্ড সভার তারিখ ঘোষণা

ইন্টারন্যাশনাল লিজিং: বোর্ড সভার তারিখ ঘোষনা করেছে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফ্ইান্যান্স সার্ভিসের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ মে বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফ্ইান্যান্স সার্ভিসের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ

ইউনাইটেড ক্যাপিটাল: বোর্ড সভার তারিখ ঘোষনা করেছে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ক্যাপিটালের পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এ কোম্পানির বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, আগামী ১২ মে বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ইউনাইটেড ক্যাপিটালের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০১৬ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

বঙ্গজ, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং: বঙ্গজ, তাল্লু স্পিনিং এবং মিথুন নিটিং বোর্ড সভার তারিখ ঘোষনা করেছে। ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৬ (১) অনুযায়ী আগামী ১২ মে অনুষ্ঠিত হবে এ কোম্পানিগুলোর বোর্ড সভা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আগামী ১২ মে বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে মিতুন নিটিংয়ের বোর্ড সভা। আর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে তাল্লু স্পিনিং এবং বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠিত হবে বঙ্গজের বোর্ড সভা। সভায় ৩১ মার্চ ২০১৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।