শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি যমুনা ব্যাংক লিমিটেডের ২৮৬তম বোর্ডসভায় সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত হন গাজী গোলাম মূর্তজা । গতকাল তিনি দেশের শিল্প প্রতিষ্ঠান গাজী গ্রুপের একজন পরিচালক ও দেশের আইটি সেক্টরের উন্নয়নে অন্যতম পথিকৃৎ।
মূর্তজা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একজন অন্যতম পরিচালক, ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশের (সিসিডিএম) চেয়ারম্যান ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের সভাপতি। তিনি গোলাম দস্তগীর গাজী এমপি ও নারায়ণগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর জ্যেষ্ঠ পুত্র।
তিনি ১৯৯৭ সালে ও লেভেল এবং ১৯৯৯ সালে এ লেভেল শেষ করেন। তিনি আমেরিকার দি ইউনিভার্সিটি অব একরোন থেকে পলিমার সাইন্স এ গ্র্যাজুয়েশন লাভের পর বিশ্বখ্যাত নর্থ আমেরিকান বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।