icb islami bankশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি থেকে মার্চ-২০১৬) অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১১ পয়সা। গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১০ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান বেড়েছে ০১ পয়সা।

আলোচিত সময়ে কোম্পানির প্রকৃত সম্পদ মূল্যে (এনএভি) লোকসান দাঁড়িয়েছে ১৪ টাকা ৮২ পয়সা এবং গত বছর একই সময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যে (এনএভি) লোকসান ছিল ১৪ টাকা ৭০ পয়সা।

এছাড়া কোম্পানির পুঞ্জিভূত মোট লোকসানের পরিমান দাঁড়িয়েছে ১ হাজার ৭১২ কোটি ৮৭ লাখ ৪০ হাজার টাকা এবং শেয়ারহোল্ডারদের ঋণাত্বক ইক্যুইটি দাঁড়িয়েছে ৯৮৪ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা।