dse-cseশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের শেষ কার্যদিবস সুচক সহ অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতনে শেষ হয়েছে চলতি সপ্তাহের শেয়ারবাজারের লেনদেন। বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমে যাওয়ায় দেশের উভয় বাজারে সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণও। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবেসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্সের পতন হয়েছে ১৯.০৫ পয়েন্ট।

দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৩৪০.৩৪ পয়েন্টে। বুধবার সূচক বেড়েছিল ১.৭৬ পয়েন্ট। লেনদেনে অংশ নেওয়া ৩১৫ টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। এদিকে টানা দ্বিতীয় দিনের মতো ডিএসইতে ৪০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। বৃহস্পতিবার দিনশেষে লেনদেন হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা। বুধবারের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে ১৩.১১ কোটি টাকা।

বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির। ১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানির লেনদেনর শুরুর প্রথম দিনে দর বেড়েছে ৮.৫ টাকা। দরবৃদ্ধির এ হার ৮৫ শতাংশ। সাধারণত প্রথম দিনে দরবৃদ্ধির পাশাপাশি আর্থিক লেনদেনেও শীর্ষে থাকে নতুন কোম্পানিটি। কিন্তু লেনদেন শুরুর প্রথম দিনে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লেনদেনের চতুর্থ স্থানে রয়েছে। এ কোম্পানিটির লেনদেন হয়েছে মাত্র ১২ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার।

লেনদেনের শীর্ষে রয়েছে মবিল যমুনা। দিনশেষে কোম্পানিটির ২০ কোটি ৫২ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের লেনদেন হয়েছে ১৩ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা। ১২ কোটি ৯৬ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম স্টিল।