Share Bazar News

Share Bazar News

শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে টানা ৫ কার্যদিবস উত্থানের পর গতকাল সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের পতন হয়েছে উভয় শেয়ারবাজারে। এ ছাড়া এদিন উভয় শেয়ারবাজারে লেনদেনের পরিমাণও কমেছে আগের দিনের থেকে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

মঙ্গলবার বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১.৯৩ পয়েন্ট। সূচকের এ পতনের ফলে দিনশেষে ডিএসইএক্স ৪৪০৯.৭২ পয়েন্টে গিয়ে দাঁড়িয়েছে।

আগের ৫ দিনের টানা উত্থানে সূচক বেড়েছিল প্রায় ১৩০ পয়েন্ট। এর আগে টানা দর পতনে ডিএসই সূচকের পতন হয়েছিল ১৪০ পয়েন্ট। এর ফলে ডিএসই সূচক ২৮ মার্চ ৪৩০০ পয়েন্টে নেমে যায় এবং তা ছিল গত ১১ মাসের মধ্যে ডিএসই সূচকের সর্বনিম্ন অবস্থান।

লেনদেন হওয়া ৩১৮টি ইস্যুর মধ্যে এ দিন দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯০টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির দর। এদিকে মঙ্গলবার ডিএসইতে ৩১৭ কোটি ৮৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৪৯০ কোটি ৩৯ লাখ টাকা। সোমবারের তুলনায় লেনদেন কমেছে ১৭২ কোটি ৫৪ লাখ টাকা।

লেনদেনের শীর্ষে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং। এ দিন কোম্পানিটির ১৬ কোটি ১৩ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা বিএসআরএম লিমিটেডের লেনদেন হয়েছে ১৩ কোটি ৩০ লাখ ৩৮ হাজার টাকা। ১০ কোটি ৩৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট।

লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লংকাবাংলা ফাইন্যান্স, ইবনে সিনা, তিতাস গ্যাস, জিএসপি ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, কেয়া কসমেটিকস, আমান ফিড।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৩৮ পয়েন্ট কমে দিনশেষে ৮২৫৩.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ২১ কোটি ২৪ লাখ টাকা। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।