ibn sina lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সপ্তাহের ব্যবধানে টপটেন গেইনারের তালিকার শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইবনে সিনা লিমিটেড। সদ্য সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ২৩ দশমিক ১৫ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ইবনে সিনার গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে ৫ কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৬০০ টাকার শেয়ার। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ২৭ কোটি ২৯ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে জেমিনি সি ফুড লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১৬ দশমিক ৯২ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানিটির ১ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৬০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৫ কোটি ৮১ লাখ ৯৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। এই কোম্পানির শেয়ার দর ১৬ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। গড়ে প্রতিদিন কোম্পানিটির ৮ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানিটির মোট ৪৪ কোটি ৯৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গেইনারে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইস্টার্ন লুব্রিকেন্টস ১৫ দশমিক ১৫ শতাংশ, আইটিসিতে ১১ দশমিক ১১ শতাংশ,ওরিয়ন ইনফিউশনে ১০ দশমিক ৭৯ শতাংশ, ডেসকোতে ৮ দশমিক ১২ শতাংশ, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিংয়ে ৭ দশমিক ৯১ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৭ দশমিক ৬৯ শতাংশ ও আইডিএলসি ফাইন্যান্সে ৭ দশমিক ৫৪ শতাংশ দর বেড়েছে।