শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কো্ম্পানি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) এমডি হিসেবে এ এফ এম শরিফুল ইসলাম যোগ দিয়েছেন। এর আগে তিনি এই ব্যাংকের এএমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৬ সালে এবি ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন।
তিনি এবি ব্যাংকসহ বিভিন্ন বেসরকারি ব্যাংকে শাখা ব্যবস্থাপক, বিভাগীয় প্রধানসহ নীতিনির্ধারণী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জের সিইও হিসেবেও দায়িত্ব পালন করেন। শরিফুল ইসলাম ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ এমএ ডিগ্রি লাভ করেন।
তিনি সুইজারল্যান্ড থেকে ফিন্যানশিয়াল অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইউএস সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন থেকে সিকিউরিটিজ ক্যাপিটাল মার্কেট গভর্ন্যান্সের ওপর ডিগ্রি অর্জন করেন