শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি কেয়া কসমেটিকস রোববার (২০ মার্চ) টপটেন গেইনারের নেতৃত্বে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ৩ পয়সা বা ৯ দশমিক ৭৭ শতাংশ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি রোববার সর্বশেষ লেনদেন হয় ১৪ টাকা ৬০ পয়সা দরে। কোম্পানির ১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৮০৬ টি শেয়ার ৪ হাজার ২৯১ বারে লেনদেন হয়।
গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। রোববার কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ১ টাকা ২ পয়সা বা ৯ দশমিক ৫২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ১৩ টাকা ৮০ পয়সা দরে। কোম্পানির ৩৭ লাখ ২৩ হাজার ৫৪৪টি শেয়ার ১ হাজার ৮৫৫ বারে লেনদেন হয়। তালিকার তৃতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের শেয়ার দর বেড়েছে ১ টাকা ১ পয়সা বা ৭ দশমিক ১৯ শতাংশ।
এছাড়া গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, এমারেল্ড অয়েল, দেশবন্ধু পলিমার, আমান ফিড, ইবিএল, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড।