বাংলাদেশের পুঁজিবাজারের স্টেকহোল্ডারদের সাথে বসবে ভারতের পুজিবাজার নিয়ন্ত্রক সংস্থা দ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-এর চেয়ারম্যান উপেন্দ্র কুমার সিনহা। আগামী ২৩ নভেম্বর রাজধানীর রেডিসন হোটেলে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় করবেন তিনি। বিএসইসি সূত্রে এ তথ্য জানা।

জানা গেছে, আগামী ২১ নভেম্বর ঢাকায় আসবেন ইউ.কে সিনহা। ৩ সদস্যের প্রতিনিধি দল ঢাকা সফরে আসবে। বাকি দুই সদস্য হলেন- সেবির প্রধান মহা-ব্যবস্থাপক অমর জিত সিং ও মহা-ব্যবস্থাপক আলী আজগর সাব্বির হোসেন। ৪ দিনের সফরে আসবে ওই প্রতিনিধি দল।

সফরের প্রথম দিন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বৈঠক করবেন সেবির চেয়ারম্যান। দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের নিয়ন্ত্রক সংস্থার মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সমঝোতা চুক্তি সই হবে। ২৩ নভেম্বর বাংলাদেশের পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত বিভিন্ন স্টেকহোল্ডারের প্রতিনিধিদের মতবিনিময় করবেন সেবির চেয়ারম্যান।

সূত্র মতে, ওই অনুষ্ঠান পরিচালনা করার কথা রয়েছে বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমানের।অনুষ্ঠানে সেবির চেয়ারম্যান মূল আলোচক হিসাবে কথা বলবেন। বিএসইসির চেয়ারম্যান, কমিশনার, নির্বাহী পরিচালকসহ বিভিন্ন প্রতিষ্ঠানরে উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকার কথা রয়েছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান বলেন, ভারতের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার চেয়ারম্যান বাংলাদেশ সফরে আসবে। সফরকালে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি হবে। আরেক দিন আমাদের দেশের স্টেকহোল্ডারদের সাথে অভিজ্ঞতা বিনিময় করবেন সেবির চেয়ারম্যান।

ফাতিমা জাহান