শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানির চলতি সপ্তাহে বোর্ড সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো: জনতা ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স এবং স্ট্যান্ডার্ড সিরামিকস। তবে এর মধ্যে এক কোম্পানির ইপিএস ঘোষণা করলেও দুই কোম্পানির লভ্যাংশ সংক্রান্ত বোর্ড সভা ঘোষণা করবে। ডিএসইর সূত্রে এ তথ্য জানা গেছে।

সভায় জনতা ইন্স্যুরেন্স এবং এশিয়া ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে। একই সভায় উভয় কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে। অপরদিকে, স্ট্যান্ডার্ড সিরামিকস চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ইপিএস প্রকাশ করবে।

এছাড়া কোম্পানিগুলোর মধ্যে ১৬ জুন বিকাল ৩টায় জনতা ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের ইপিএস, ১৭ জুন বিকাল ৩টায় স্ট্যান্ডার্ড সিরামিকসের বোর্ড সভায় তৃতীয় প্রান্তিকের ইপিএস এবং ২১ জুন বিকাল পৌনে ৩টায় এশিয়া ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ও প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করা হবে।