শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের তিন কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করা হয়েছে। কোম্পানি তিনটির মধ্যে দুটোর মুনাফা গত বছরের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে বেড়েছে। কোম্পানি দুটো হলো: রানার অটোমোবাইলসে পিএলসি, মালেক স্পিনিং মিলস পিএলসি এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রানার অটোমোবাইলসে পিএলসি : রানার অটোমোবাইলসে পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ০৫ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৭ পয়সা। আগের বছর একই সময়ে লোকসান ছিল ২ টাকা ২২ পয়সা। ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৫৩ পয়সা।

মালেক স্পিনিং মিলস পিএলসি: মালেক স্পিনিং মিলস পিএলসি ৩১ ডিসেম্বর,২০২৪ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর’২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬২ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ২ টাকা ১৬ পয়সা। অর্থবছরের প্রথম দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর’২৪) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৩৫ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৪ টাকা ০৬ পয়সা। ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৭ টাকা ৫৭ পয়সা।

সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান: সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ট্রাস্ট কমিটি দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৪-ডিসেম্বর’২৪) সালের দ্বিতীয় ত্রৈমাসিকের অনিরিক্ষীত হিসাব অনুযায়ী ফান্ডের সকল সম্পদ ও দায় বিবেচনা করে, ফান্ডটির মোট নীট সম্পদের মূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ৫৬১,০২৪,০৯৯ টাকা এবং বাজারমূল্যে ৪৩১,৯২৫,৬৫০ টাকা। অভিহিত মূল্যের বিপরীতে ফান্ডটির ইউনিট প্রতি নীট সম্পদমূল্য দাড়িয়েছে বর্তমান ক্রয়মূল্যে ১১.৯৯ টাকা এবং বাজারমূল্যে ৮.৬২ টাকা, নীট লভ্যাংশ ২,৩৩০,৮৩৬.০০ টাকা এবং ইউনিট প্রতি আয় (০.০৫) টাকা