শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের প্র্রথম কার্যদিবসে সূচকের বড় দরপতন হয়েছে। এদিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক কমেছে ৫৬.৮০ পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ডিএসইর ২০ খাতের মধ্যে ব্যাংক খাত ছাড়া বাকি সব খাতেরই শেয়ার দরে পতন হয়েছে। তারমধ্যে প্রধান প্রধান৮ খাতের শেয়ার দরে ছিল বেহাল অবস্থা। খাতগুলো হলো- আর্থিক, বিমা, বিদ্যুৎ ও জ্বালানি, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, বস্ত্র, খাদ্য ও আনুষঙ্গিকএবং মিউচুয়াল ফান্ড খাত।

আর্থিক খাত : আর্থিক খাতে লেনদেন হওয়া ২২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২১টির বা ৯৫.৪৫ শতাংশ কোম্পানির, দর বেড়েছে ১টির বা ৪.৫৫ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ফাস ফাইন্যান্সের ৪.৯৩ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৪.৪৪ ফাইন্যান্সের শতাংশ, ফনিক্স ফাইন্যান্সের ৪.৪০ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৪.২৮ শতাংশ, ফাইন্যান্সের শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪.০৯ শতাংশ, আসিবির ৩.৩৮ শতাংশ,

বিমা খাত : বিমা খাতের ৫১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪৭টির বা ৯২.১৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪ টির বা ৭.৮৬ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে প্রগতি ইন্সুরেন্সের ৫.৯৩ শতাংশ, এশিয়া প্যাসিফিক ইন্সুরেন্সের ৫.৩০ শতাংশ, মেঘনা লাইফ ইন্সুরেন্সের ৫.২১ শতাংশ, পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৪.৭৬ শতাংশ, ফনিক্স ইন্সুরেন্সের ৪.৪০ শতাংশ, রূপালী ইন্সুরেন্সের ৩.৮৪ শতাংশ।

বিদ্যুৎ ও জ্বালানি খাত : এখাতের ২৩টি কোম্পানির মধ্যে দর কমেছে ২০টির বা ৮৬.৯৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৮.৭০ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ৪.৩৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে জিবিবি পাওয়ারের ৭.০৯ শতাংশ, পাওয়ার গ্রিডের ৫.০৭ শতাংশ, শাহজিবাজার পাওয়ারের ৪.৭০ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৩.৯৫ শতাংশ।

ওষুধ ও রসায়ন খাত : ওষুধ ও রসায়ন খাতে লেনদেন হওয়া ৩০টি কোম্পানির মধ্যে দর কমেছে ২৬টির বা ৮৬.৬৭ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৪টির বা ১৩.৩৩ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ওরিয়ন ফার্মার ৯.৫৪ শতাংশ, ইন্দোবাংলা ফার্মার ৮.৮৭ শতাংশ, এডভেন্ট ফার্মার ৭.৬৯ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭.৩০ শতাংশ, ইমাম বাটনের ৮.৪৭ শতাংশ।

পেপার ও প্রিন্টিং খাত: পেপার ও প্রিন্টিং খাতে দর কমেছে ৫টির ৮৩.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১ টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে পেপার প্রসেসের ৬.৩৭ শতাংশ, খুলনা পেপার এন্ড প্রিন্টিংয়ের ৪.৯৩ শতাংশ, হাক্কানি পাল্পের ৩.৬৪ শতাংশ, বসুন্ধরা পেপারের ৩.০২ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ।

তথ্যপ্রযুক্তি খাত: তথ্যপ্রযুক্তি খাতের ১১টি কোম্পানির মধ্যে দর কমেছে ৯টির ৮১.৮২ শতাংশ। দর বেড়েছে ২ টির বা ১৮.১৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে আমরা টেকের ৫.১৫ শতাংশ, এডিএন টেলিকমের ৩.৭২ শতাংশ, আমরা নেটের ৩.৫৭ শতাংশ, অগ্নি সিস্টেমের ২.১৬ শতাংশ।

প্রকৌশল খাত : প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩৪টির বা ৮০.৯৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৭টির বা ১৬.৬৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ২.৩৮ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে জিপিএইচ ইস্পাতের ৭.২৬ শতাংশ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৬.০৪ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.২৬ শতাংশ, এটলাস বাংলাদেশের ৪.৩১ শতাংশ, এসএস স্টিলের ৩.৮৬ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ৩.৭৪ শতাংশ, ডমিনেজ স্টিলের ৩.৭০ শতাংশ।

সিরামিক খাত: সিরামিক খাতের ৫টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪টির ৮০ শতাংশ। দর বেড়েছে ১টির বা ২০ শতাংশ কোম্পানির। এ খাতটিতে দর বেশি কমেছে ফু-ওয়াং সিরামিকের ৭.১৮ শতাংশ, স্টানডার্ড সিরামিকের ৪.৪১ শতাংশ, আরএকে সিরামিকের ৪.৩৪ শতাংশ।

বস্ত্র খাত : বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে দর কমেছে ৪৭টির বা ৭৯.৬৬ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৭টির বা ১১.৮৬ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ৫টির বা ৮.৪৭ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে ফারইস্ট নিটিংয়ের ৭.৭৯ শতাংশ, ঢাকা ডায়িংয়ের ৬.১৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৫.৭৮ শতাংশ, মিথুন নিটিংয়ের ৫.৩৮ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫.০৩ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৪.৩২ শতাংশ।

সেবা ও আবাসন খাত: সেবা ও আবাসন খাতের ৪টি কোম্পানির মধ্যে দর কমেছে ৩টির ৭৫ শতাংশ। দর বেড়েছে ১টির বা ২৫ শতাংশ কোম্পানির। খাতটিতে দর বেশি কমেছে সমরিতা হসপিটালের ৪.৩০ শতাংশ, সামিট এলায়েন্স পোর্টের ২.৯৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ২.০৮ শতাংশ।

খাদ্য ও আনুষঙ্গিক খাত : খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৪টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৪টির বা ৭০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ৬ টির বা ৩০ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে জিলবাংলা সুগারের ৮.০৭ শতাংশ, বঙ্গজের ৪.৪৭ শতাংশ, ফাইন ফুডের ৪.১৯ শতাংশ, এএমসিএল প্রাণের ৪.১৪ শতাংশ, আরডি ফুডের ৩.৯৮ শতাংশ, ফূ-ওয়াং ফুডের ৩.৬৮ শতাংশ।

মিউচুয়াল ফান্ড খাত : মিউচুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৬টি প্রতিষ্ঠানের মধ্যে আজ দর কমেছে ২৫টির বা ৬৯.৪৪ শতাংশ প্রতিষ্ঠানের। দর বেড়েছে ৪টির বা ১১.১১ শতাংশ প্রতিষ্ঠানের। দর অপরিবর্তিত ছিল ৭টির বা ১৯.৪৪ শতাংশ কোম্পানির। এখাতে দর বেশি কমেছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের ২.৭০ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ডের ২.৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৩৮ শতাংশ।

এছাড়া, সিমেন্ট খাতে ৫৭.১৪ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ৬৬.৬৭ শতাংশ, ভ্রমণ ও আবাসন খাতে ৬৬.৬৭ শতাংশ, পাট খাতে ৬৬.৬৭ শতাংশ কোম্পানির দর পতন হয়েছে।