শেয়ারবার্তা ২৪ ডটকম: শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন’২১) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ অনুষ্ঠিত কোম্পানিটির বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৫ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৪২ পয়সা। প্রথম দুই প্রান্তিক তথা ৬ মাসে (জানুয়ারি-জুন’২১) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৩ পয়সা।

গত বছর একই সময় যার পরিমাণ ছিল ৬৭ পয়সা। জানুয়ারি থেকে জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো ৬৭ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল এক টাকা ২৮ পয়সা। জানুয়ারি থেকে জুন ২০২১ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) ১৪ টাকা ৬ পয়সা। গত বছর একই সময় যার পরিমাণ ছিল ১৩ টাকা ৫৬ পয়সা।

পুঁজিবাজারের সব খবর পড়তে ক্লিক করুন

ডিএসই-সিএসই’র সূচকে নতুন রেকর্ড, সূচক ৭ হাজার ছুঁইছুঁই

ডিএসই টপ ২০ তালিকায় নতুন ২ কোম্পানি

পুঁজিবাজারে ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ ২২ ব্যাংকের

বস্ত্র খাতের ২০ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের মুনাফা কমছে ৭ পয়সা