শেয়ারবার্তা ২৪ ডটকম: পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে জুন মাসের তুলনায় জুলাই মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৭টি কোম্পানির। বিপরীতে কমেছে ১৪টির। এদিকে, জুলাই মাসে খাতটির চার কোম্পানিতে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত থাকলেও ২টিতে কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির ৭টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বাংলাদেশ ফাইন্যান্স, আইপিডিসি ও মাইডাস ফাইন্যান্সে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমা ১৪টি কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ফাস ফাইন্যান্স, ফনিক্স ফাইন্যান্স ও ফার্স্ট ফাইন্যান্সে।

অপরদিকে, আর্থিক খাতের ২৩টি কোম্পানির মধ্যে ৬টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ রয়েছে। এরমধ্যে জুলাই মাসে আইডিএলসি ফাইন্যান্স এবং লংকাবাংলা ফাইন্যান্সে বিদেশি বিনিয়োগ কমেছে। তবে আলোচ্য মাসে আইপিডিসি, ফারইস্ট ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স ও ইন্টারন্যাশনাল লিজিংয়ে বিদেশি বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ার ৭ কোম্পানি হলো: বে লি‌জিং‌: বে লি‌জিং‌য়ের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.০১ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৩৩.২৩ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ৩৩.২৪ শতাংশে। কোম্পা‌নি‌টির গত মা‌সে বি‌দে‌শি বি‌নি‌য়োগ ০.১৪ শতাংশে অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে।

বাংলা‌দেশ ফাই‌ন্যা‌ন্স: বাংলা‌দেশ ফাই‌নে‌ন্সের এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.৩৯ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১৬.৫৬ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ১৬.৯৫ শতাংশে।

ফারইস্ট ফাইন্যান্স: ফারইস্ট ফাইন্যান্সের এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.১০ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১৪.১৬ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ১৪.২৬ শতাংশে। এদিকে, কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়োগ ০.০৫ শতাংশ অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে।

আইপিডিসি ফাইন্যান্স: আইপিডিসি ফাইন্যান্সের এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.২৩ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১৭.৪১ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ১৭.৬৪ শতাংশে। এদিকে, কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়োগ ২.১৭ শতাংশে অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে।

মাইডাস ফাইন্যান্সে: মাইডাস ফাইন্যান্সের এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.২৪ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৩০.৪১ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ৩০.৬৬ শতাংশে। এদিকে, কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়োগ ০.৯৮ শতাংশ অপ‌রিব‌র্তিত র‌য়ে‌ছে।

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.৩৪ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৯.৯৬ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ১০.৩০ শতাংশে।

ইউনাইটেড ফাইন্যান্স: ইউনাইটেড ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ বে‌ড়ে‌ছে ০.০৬ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২০.৩৮ শতাংশ। জুলাই মা‌সে তা বে‌ড়ে অবস্থান কর‌ছে ২০.৪৪ শতাংশে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমার ১৪ কোম্পানি হলো: ফাস ফাইন্যান্স: ফাস ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ৭.৫১ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৩২.২৭ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৪.৭৭ শতাংশে।

ফনিক্স ফাইন্যান্স: ফনিক্স ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ২.৯৪ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২৮.৯৫ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৬.০১ শতাংশে।

ফার্স্ট ফাইন্যান্সে: ফার্স্ট ফাইন্যান্সের‌ গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ১.৯৫ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২২.১৩ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২০.১৮ শতাংশে।

ইউনিয়ন কেপিট্যাল: ইউনিয়ন কেপিট্যালের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ১.৬১ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২০.০৯ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ১৮.৪৮ শতাংশে।

উত্তরা ফাইন্যান্স: উত্তরা ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৮২ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৩৪.০৬ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ৩৩.২৪ শতাংশে। একই সময়ে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ ৭.৮২ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

ইসলামিক ফাইন্যান্স: ইসলামিক ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৫২ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২৯.০৬ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৮.৫৪ শতাংশে।

প্রাইম ফাইন্যান্স: প্রাইম ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৪২ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৮.২১ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ৭.৭৯ শতাংশে।

জিএস‌পি ফাইন্যান্স: জিএস‌পি ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৩৬শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১৯.২৭ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ১৮.৯১ শতাংশে।

প্রিমিয়ার লিজিং: প্রিমিয়ার লিজিংয়ের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৩৩ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২৪.২৮ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৩.৯৫ শতাংশে।

লংকাবাংলা ফাইন্যান্স: লংকাবাংলা ফাইন্যান্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.৩২ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১৯.১১ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৮.৭৯ শতাংশে। এই মা‌সে কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়োগ কমেছে ০.০৯ শতাংশ। এদিকে, জুন মাসে কোম্পানিটির বিদেশি বিনিয়োগ ছিলো ০.৮৯ শতাংশ। জুলাই মাসে তা কমে অবস্থান করছে ০.৮০শতাংশে।

বিআইএফসি: বিআইএফসির ফাইন্যান্স গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.২৭ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ৪১.৯৭ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ৪‌১.৭০ শতাংশে।

আই‌ডিএল‌সি ফাইন্যা‌ন্স: আই‌ডিএল‌সি ফাইন্যা‌ন্সের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.১১ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২২.৯০ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২২.৭৯ শতাংশে। একই মা‌সে কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়েগ ক‌মে‌ছে ০.৩৩ শতাংশ। এদিকে, জুন মা‌সে কোম্পানি‌টি‌তে বি‌দে‌শি বি‌নি‌য়োগ ছি‌লো ১১.৩৩ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ১১.১০ শতাং‌শে।

ইন্টারন্যাশনাল লিজিং: ইন্টারন্যাশনাল লিজিংয়ের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.০৪ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ২৫.৫৬ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ২৫.৫২ শতাংশে। এই মা‌সে কোম্পা‌নি‌টির বি‌দে‌শি বি‌নি‌য়োগ ০.১৬ শতাংশে অপরিবর্তিত রয়েছে।

আই‌সি‌বি ইন‌ভেস্টম্যা‌ন্ট: আই‌সি‌বি ইন‌ভেস্টম্যা‌ন্টের গত এক মা‌সে প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ক‌মে‌ছে ০.০২ শতাংশ। জুন মা‌সে কোম্পা‌নি‌টির প্রা‌তিষ্ঠা‌নিক বি‌নি‌য়োগ ছি‌লো ১.৭৯ শতাংশ। জুলাই মা‌সে তা ক‌মে অবস্থান কর‌ছে ১.৭৭ শতাংশে। তথ্য আপডেট না করা দুই প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ডেল্টা ব্র্যাক হাউজিং এবং লেনদেন বন্ধ থাকা পিএলএফএস লিমিটেড।