শেয়ারবার্তা ২৪ ডটকম: ঈদুল আজহার পরে পুঁজিবাজারে লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১ টা পর্যন্ত। ঈদের পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংক লেনদেন হবে সীমিত পরিসরে।

২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিন ছাড়া ব্যাংক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকের অন্যান্য কাজ চলবে বিকেল ৩টা পর্যন্ত। যার সাথে ঠিক রেখে পুঁজিবাজারের লেনদেন হবে বেলা ১ টা পর্যন্ত।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংকিং কার্যক্রমের সাথে মিল রেখে পুঁজিবাজারে লেনদেন হয়। ঈদের পর ব্যাংকিং সময় যেহেতু দুপুর দেড়টা পর্যন্ত সে হিসেবে পুঁজিবাজারের লেনদেন হবে ১ টা পর্যন্ত।