শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল মতিন পাটোয়ারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি হোম কোয়ারেন্টাইনে আছেন।

সোমবার (৫ এপ্রিল) ডিএসই সূত্রে জানা গেছে, সংস্থাটির ৩৬১ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে এখন পর্যন্ত ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এমডি আক্রান্ত হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক আরও বেড়েছে। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ১৫ কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছে।

এদিকে, লকডাউন ঘোষণার পর সরকারের নির্দেশনা মেনে অফিস করছেন ডিএসই’র কর্মকর্তা-কর্মচারীরা। স্বাস্থ্যবিধি মেনে কাজ চলছে ডিএসই-তে। অপরদিকে, লকডাউনের জন্য অফিসের সময়সূচি পরিবর্তন করেছে ডিএসই।