শেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে সপ্তাহের তৃতীয় কার্যদিবস থেকে অব্যাহত দর পতনে ভুগছে পুঁজিবাজার। কিন্তু অব্যাহত দর পতনের বাজারে বৃহস্পতিবার চমক দেখিয়েছে তিন কোম্পানি। এর মধ্যে ২ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- সিলকো ফার্মা, মতিন স্পিনিং ও বিডি অটোকার্স লিমিটেড।

জানা যায়, বৃহস্পতিবার দর পতনের বাজারেও অব্যাহত উত্থানে টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে সিলকো ফার্মাসিটিক্যালস লিমিটেড। এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি এক হাজার ৫২৫ বারে ৩২ লাখ ৩১ হাজার ৯৪৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৮৬ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে মতিন স্পিনিং মিলস লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ ৩৪ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে বিডি অটোকার্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ১৪ টাকা বা ৯.৪৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ১৬১ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি এক হাজার ৫৯০ বারে এক লাখ ৫১ হাজার ৫৯৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৩৪ লাখ টাকা।