dse-cse lagoশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে টানা দরপতন চলছে। কিছুতেই যেন দরপতন থামছে না। গত ছয় কার্যদিবস ধরে একটানা দরপতন চলছে। ফলে বিনিয়োগকারীরা কিছুটা আতঙ্কিত হয়ে পড়ছে। এছাড়া বাজারের এ দরপতন মেনে নিতে পারছেন না বিনিয়োগকারীরা। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শুরুতে সুচকের উর্ধ্বমুখী হলেও দিনশেষে সুচকের দরপতন হয়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্যসূচক কমেছে।

স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।  ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯.৭২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪৫৩৪.৫৬ পয়েন্টে। এর আগে ২৪ আগস্ট ৯.৪১ পয়েন্ট, ২৩ আগস্ট ১৪.১৬ পয়েন্ট, ২২ আগস্ট ১.১৮ পয়েন্ট, ২১ আগস্ট ৬.০৫ পয়েন্ট ও ১৮ আগস্ট ১০.১৬ পয়েন্ট কমেছিল। গতকাল ডিএসইতে আর্থিক লেনদেনও কমেছে। এদিন ৪৬৫ কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ছিল ৪৯৬ কোটি ১৩ লাখ টাকা।

ডিএসইতে ৩২১টি কোম্পানির শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ১০২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে, ১৬৪টি’র দর কমেছে ও ৫৫টি’র দর অপরিবর্তিত রয়েছে। টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এমজেএল বাংলাদেশের শেয়ার। কোম্পানিটির ২৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল টিউবসের ২৪ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক।

লেনদেনে এরপর রয়েছে শাহজিবাজার পাওয়ার, একমি ল্যাবরেটরিজ, এপেক্স ট্যানারি, মিথুন নিটিং, আল-হাজ্ব টেক্সটাইল, কেয়া কসমেটিকস ও বিএসআরএম লিমিটেড। গতকাল রবিবার সিএসই’র সিএসসিএক্স মূল্যসূচক ৪৭.৯৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮৪৭৩.৩৩ পয়েন্টে। এর আগে বৃহস্পতিবার ৯.৬০ পয়েন্ট বেড়েছিল।

সিএসইতে ২৩ কোটি ৬৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়েছে। যার পরিমাণ আগেরদিন ২৪ কোটি ৩১ লাখ টাকা ছিল। সিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৭১টি’র, কমেছে ১৪০টি’র ও অপরিবর্তিত রয়েছে ৩৩টি’র।