keya cosশেয়ারবার্তা ২৪ ডটকম, ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতর কোম্পানি কেয়া কসমেটিকস কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বেড়েছে সাড়ে ৬ গুণ। কোম্পানির ব্যবসা বৃদ্ধি ও পরিচালন ব্যয় কমার কারণে এই আয় বেড়েছে। কোম্পানি সূত্রে জানা গেছে, ২০১৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ২৯ পয়সা। একই সঙ্গে শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৬ টাকা ৬৭ পয়সা।

চলতি বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় বেড়ে হয়েছে (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৭ পয়সা। যা গত বছরের তুলনায় প্রায় সাড়ে ৬ গুণ। তবে কোম্পানির এনএভি তুলনামূলক কমে হয়েছে ১৫ টাকা ৭৭ পয়সা। বৃদ্ধির কারণ ও খাত সম্পর্কে কেয়া কসমেটিকস লিমিটেডের সিএফও বলেন, গত বছরের একীভূত হলেও সময় পেয়েছে মাত্র তিন মাস।

এবারে পূর্ণ সময় পেয়েছে ১২ মাস। একই সঙ্গে রপ্তানী ভালো হওয়ায় ইপিএস বেড়েছে। ‘একীভূত হওয়ার পরে কোন কোম্পানির আয় বেশি বেড়েছে’ এমন প্রশ্নত্তারে ফোনালাপে তিনি বলেন, কেয়া নিট কম্পোজিটের আয় অনেক বেড়েছে। ব্যবসায় কেয়া কসমেটিকসের চেয়ে নিট কম্পোজিট অনেক এগিয়ে রয়েছে বলেন তিনি।